উচ্চ মাধ্যমিক নিয়ে বড় Update! চার বিষয়ের মধ্যে ৩টিতে ৩০% নম্বর পেলে তবেই পাশ!

উচ্চ মাধ্যমিকে রদবদল হয়েছে।

April 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
উচ্চমাধ্যমিকের ফলাফল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির পরীক্ষাবিধিতে ভুল এতদিন রয়ে গিয়েছিল। এবার তার সংশোধন করা হল। এতদিন পরীক্ষাবিধিতে লেখা ছিল, তিনটি বিষয়ের মধ্যে একটিতে ৩০ শতাংশ নম্বর পেলেই উত্তীর্ণ হিসাবে ধরা হবে। সঠিক নিয়মটি হল, চারটি বিষয়ের মধ্যে তিনটিতে ৩০ শতাংশ করে নম্বর পেলে তবে পাশ করানো হবে। এক ছাত্রের মামলার জেরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বদল এনেছে।

উচ্চ মাধ্যমিকে রদবদল হয়েছে। একাদশ-দ্বাদশের পঠনপাঠন ও পরীক্ষা চারটি সেমেস্টারে ভাগ হয়েছে। সিলেবাসেও আমূল বদল এসেছে। ফেল করলে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। পরীক্ষাবিধিতে বদল আনে সংসদ।

নিয়ম অনুযায়ী, বাংলা এবং ইংরেজিতে পাশ করা আবশ্যিক করা হয়েছে। চারটি আবশ্যিক ইলেকটিভ বিষয়ের তিনটিতে পাশ করতেই হবে। দ্বিতীয় সেমেস্টারে, অর্থাৎ একাদশের শেষ পরীক্ষায় এক ছাত্র মাত্র একটি ইলেকটিভ বিষয়ে ৩০ শতাংশ নম্বর পায়। স্কুল ওই ছাত্রকে উত্তীর্ণ করতে না-চাওয়ায় সংসদকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি পদক্ষেপ করে ছাত্রটি। তখনই সংসদের চোখে পড়ে ভুলটি। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen