আপত্তিকর অশ্লীল দৃশ্যের রমরমা OTT-তে, কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

সোমবার কেন্দ্র ও সংশ্লিষ্ট পক্ষগুলির জবাব তলব করল বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ

April 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে অবাধে আপত্তিকর দৃশ্য দেখানোর অভিযোগ উঠছে। ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। সোমবার কেন্দ্র ও সংশ্লিষ্ট পক্ষগুলির জবাব তলব করল বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ। উদ্বেগ প্রকাশ করেছে আদালত। কেন্দ্রকে খোঁচা দিতেও ছাড়েননি বিচারপতি গাভাই। তিনি বলেন, “ওটিটি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। বিচারবিভাগের হস্তক্ষেপ কি যুক্তিসঙ্গত হবে? বিশেষত যখন প্রশাসনের কাজে বিচারবিভাগের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।”

ওটিটিতে অশ্লীলতা প্রদর্শনের উপর রাশ টানতে পাঁচটি মামলা দায়ের হয়েছে। ওটিটি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপত্তিকর বিষয়বস্তু নিষিদ্ধ করতে ন্যাশনাল কনটেন্ট কন্ট্রোল অথরিটি গঠনের বিষয়ে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈনের আবেদন, বেশ কিছু ওয়েবসাইটে পর্নোগ্রাফিক বিষয়বস্তু রাখা হচ্ছে।

ফেব্রুয়ারিতে রণবীর এলাহাবাদিয়ার মামলায় সর্বোচ্চ আদালত জানতে চেয়েছিল, অনলাইনে আপত্তিকর বিষয়বস্তু চিহ্নিতকরণ ও নিয়ন্ত্রণে কেন্দ্রের কোনও পরিকল্পনা রয়েছে কি না? এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে, অশ্লীল বিষয়বস্তু নিয়ন্ত্রণের আর্জির ব্যাপারে সরকারের কিছু করা উচিত। কেন্দ্রের আইনজীবী জানান, কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ রয়েছে। আর কিছু বিষয় বিবেচনাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen