রূপশ্রী প্রকল্পে উপকৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আবেদনের সংখ্যাও বাড়ছে

২০২৪-২০২৫ আর্থিক বছরে রূপশ্রীতে বিধাননগরে উপকৃতের সংখ্যা ৫০৩। অনুদানের পরিমাণ এক কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার টাকা

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিবাহের সময় তরুণীরা সরকারের কাছ থেকে এককালীন ২৫ হাজার টাকা অনুদান পান রূপশ্রী থেকে। প্রকল্প শুরুর পর সাত বছর কেটেছে। বিধাননগর পুরসভা জানিয়েছে, গত ছ’বছরের তুলনায় এ বছর উপকৃতের সংখ্যা সবথেকে বেশি। ২০২৪-২০২৫ আর্থিক বছরে রূপশ্রীতে বিধাননগরে উপকৃতের সংখ্যা ৫০৩। অনুদানের পরিমাণ এক কোটি ২৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এর আগে এক বছরে সর্বোচ্চ উপকৃতের সংখ্যা ছিল ৪৮৯ জন। পুরসভার দাবি, প্রকল্প চালু হওয়ার পর প্রথমদিকে আবেদনের পরিমাণ কম ছিল। এখন প্রচারের জন্য আবেদনের সংখ্যা বাড়ছে। ফলে উপকৃত মানুষের সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

বিধাননগর পুরসভার রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা অংশুমান ধর বলেন, ‘এবার সবথেকে বেশি মানুষকে পরিষেবা দিতে পেরেছি। একইসঙ্গে সাত বছরে মোট উপকৃত দু’হাজার ৮০৬ জন। অনুদানের পরিমাণ সাত কোটি এক লক্ষ ৫০ হাজার টাকা।’ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে রূপ্রশ্রী চালু হয়েছিল। যে পরিবারের বছরে আয় দেড় লক্ষ টাকার কম সেই পরিবারের তরুণীরা বিয়ের অনুদানের জন্য আবেদন করতে পারেন। কেবলমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রেই আবেদন করা যায়। পাত্রী ও পাত্র দু’জনকে সরকারি হিসেব অনুযায়ী বিবাহযোগ্য হতে হয়। প্রশাসনের তরফে সবকিছু তদন্ত করে অনুমোদন দেওয়া হয়। তারপর পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে এককালীন ২৫ হাজার টাকা অনুদান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen