মধ্য কলকাতার হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যু

মেছুয়া বাজারে ওই হোটেলে বিধ্বংসী আগুন লাগার পর কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

April 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার রাতে মধ্য কলকাতার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
মেছুয়া বাজারে ওই হোটেলে বিধ্বংসী আগুন লাগার পর কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর বের করা হয় একের পর এক মৃতদেহ। হোটেলে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে হোটেল মালিক পলাতক।

মঙ্গলবার রাত ৮.১৫ মিনিট নাগাদ জোড়াসাঁকোর মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে আগুন লাগে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, “চৌদ্দটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন