আজ ICSE ও ISC-র ফলপ্রকাশ
স্কুলগুলি, কেরিয়ার পোর্টালে ট্যাবুলেশন রেজিস্টার থেকে পরীক্ষার্থীদের মার্কশিট মুদ্রণ করতে পারবে।
April 30, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার সকাল ১১টায় আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। পরীক্ষার্থীরা www.cisce.org বা http://results.cisce.org ওয়েবসাইট থেকে নিজেদের ফল দেখতে পারবেন।
স্কুলগুলি, কেরিয়ার পোর্টালে ট্যাবুলেশন রেজিস্টার থেকে পরীক্ষার্থীদের মার্কশিট মুদ্রণ করতে পারবে। https://results.digilocker.gov.in অর্থাৎ ডিজিলকার পোর্টাল থেকেও ফল জানা যাবে। দুই পরীক্ষার নিয়মক সংস্থা সিআইএসসিই-র ওয়েবসাইটে ফলাফল রি-চেক, উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য আবেদনের প্রক্রিয়াও জানানো হয়েছে।