অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, পেসমেকার বসার পর আপাতত স্থিতিশীল

হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। দ্রুত তাঁকে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পেসমেকার বসানোর পর আপাতত স্থিতিশীল সৌগত।

অক্ষয় তৃতীয়ায় কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পরই অসুস্থবোধ করেন তিনি। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে চেয়ারে বসান। এরপর তিনি অচতৈন্য হয়ে পড়েন। তড়িঘড়ি রথতলার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই পেসমেকার বসানো হয়েছে। তৃণমূল সাংসদের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর পরিবারোর লোকজন এবং দলীয় কর্মী, সমর্থকেরা। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে যান মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতা-নেত্রীরা। আপাতত স্থিতিশীল সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen