শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিকের ফলপ্রকাশ, পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করবে পর্ষদ
মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যামিকের ফলাফল। এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা, তাদের ফলাফল জেনে নিতে পারবে। সকাল ১০টা থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছিলেন ৯,৮৪,৮৯৪ জন। যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হয়।
মাধ্যমিক পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন মাধ্যমিকের ফলাফল।
১. https://wbresults.nic.in/
২. https://wbbse.wb.gov.in/
কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। মার্কশিটের পিডিএফ ডাউনলোড করতে পারবে তারা।
অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ক্লিক করতে হবে।
WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করতে হবে।
তারপর রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে লগ-ইন করতে হবে।
তবেই জানা যাবে ফলাফল।