সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর ছকের পর্দাফাঁস বনগাঁয়, ধৃত দুই ‘সনাতনী’

পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ বড় ছকের পর্দাফাঁস করেছে।

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বনগাঁয় পাকিস্তানের পতাকা সেঁটে এলাকায় অশান্তি ছড়ানোর ছক বানচাল করল পুলিশ। পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ বড় ছকের পর্দাফাঁস করেছে।

বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এনিয়ে নির্দিষ্টভাবে জানানো হয়েছে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাতে গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর রেল স্টেশনের পাশে একটা ওয়াশরুমের দেওয়ালে পাকিস্তানের পতাকা সাঁটানো হয়েছিল। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইচ্ছাকৃতভাবে ওই পতাকাটা টাঙানো হয়েছিল। ৩০ বছর বয়সি চন্দন মালাকার ও ৪৫ বছর বয়সী প্রজ্ঞাজিত মণ্ডল দুজনেই স্থানীয় বাসিন্দা তারা এই ঘটনার পেছনে রয়েছে। তারা একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। সনাতনী একতা মঞ্চেরও সদস্য তারা।

তারা এই কাজের কথা স্বীকার করে নিয়েছে। এমনকী তারা পরিকল্পনা নিয়েছিল হিন্দুস্তান মুর্দাবাদ ও পাকিস্তান জিন্দাবাদ এই কথাগুলি লিখবে। এলাকায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য তারা এই পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের উভয়কেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen