বড়বাজারের অগ্নিকাণ্ডের দায় এড়াতেই কি দিল্লি পালালেন বিধায়ক বিবেক গুপ্ত?

ঘটনাস্থলে দাঁড়িয়ে সংশ্লিষ্ট হোটেলটি সিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আশেপাশের ভগ্ন বাড়ি দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার হোটেল ঋতুরাজে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার দিঘা থেকেই রাতভর তিনি আগুনের পরিস্থিতির মনিটরিং করছিলেন। দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার সকালে বড়বাজারের দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে দাঁড়িয়ে সংশ্লিষ্ট হোটেলটি সিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আশেপাশের ভগ্ন বাড়ি দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে ছুটে এলেও সেই সময় দখা গেল না জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তকে। জানা যাচ্ছে তিনি তখন দিল্লিতে পৌঁছেছেন এবং তার পরে মম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই কটাক্ষ করে বলছেন, এই রকম বেদনাদায়ক পরিস্থিতিতে বিধায়ক পালিয়ে গেলেন! এটা খুবই দুঃখজনক।

যদিও বিবেক সমাজ মাধ্যমে লিখেছেন, তিনি কোর্টের সমন পেয়ে দিল্লি গিয়েছেন, যেখানে তৃণমূলের ৬ জন নেতাকে সমন পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, অগ্নিকাড়্ডের ঘটনা ঘটার পর তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি যেন এই সময় দিল্লি না আসেন। তার পরেও কেন তিনি দিল্লি এলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তা হলে কি দায় এড়াতেই তিনি এলাকা ছেড়ে পালালেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen