তৃণমূলে যোগ দিলে কী কী পুরস্কার পেতে পারেন দিলীপ ঘোষ?

বুধবার সন্ধ্যা থেকেই দিলীপের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাবড় বিজেপি নেতারা। দলবদলু নব্য বিজেপি নেতারা তাঁকে ভোগী অবধি বলে কটাক্ষ করেছেন।

May 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। জল্পনা চলছে, একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল যোগ দিতে পারেন দিলীপ ঘোষ। বুধবার সন্ধ্যা থেকেই দিলীপের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাবড় বিজেপি নেতারা। দলবদলু নব্য বিজেপি নেতারা তাঁকে ভোগী অবধি বলে কটাক্ষ করেছেন। সোজা ব্যাট সে সব বাউন্সার উড়িয়ে দিয়েছেন দিলীপ। নাম না করে শুভেন্দুকেও নিশানা করেছেন। ধীরে ধীরে আরও জোরালো হচ্ছে দিলীপের দল বদলের জল্পনা।

  • তৃণমূলে যোগ দিলে কী কী পুরস্কার পেতে পারেন দিলীপ ঘোষ?
  • আসন্ন কালীগঞ্জ উপনির্বাচনে টিকিট মিলতে পারে। জিতলে ক্যাবিনেট মন্ত্রীর পদ প্রাপ্তি ঘটতে পারে।
  • ২০২৬ সালে বিধানসভা ভোটের টিকিট মিলতে পারে। জিতলে নিশ্চিতভাবে তাঁকে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করা হতে পারে।
  • আগামী বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন দিলীপ ঘোষ। ২০২৬-র এপ্রিলে বাংলা থেকে চার রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে।
  • এখন দেখার রাজনীতির জল কোন দিকে গড়ায়।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen