খাকি-ই বলিউডের দরজা খুললো! এবার হিন্দি ছবিতে জিতের সফর শুরু

জাতীয়স্তরে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবি। শোনা যাচ্ছে, এক বলিউড ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব গিয়েছে জিতের কাছে। এবার দেখার, তিনি রাজি হন কি-না!

May 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হতেই প্রশংসিত হয়েছে জিতের অভিনয়। বলিপাড়ার অন্দরমহলে নাকি জিতকে নিয়ে চর্চার অন্ত নেই! একাধিক সিনেমার প্রস্তাবও এসেছে অভিনেতার ঝুলিতে। মুম্বইয়ের এক হিন্দি ছবির নায়কের ভূমিকার অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে টলিউডের বস-র কাছে।

যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ বাংলার আরও অনেকেই এখন বাণিজ্যনগরীতে চুটিয়ে ছবি করছেন। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন হতে চলেছেন জিৎ। সম্প্রতি জিৎ বলেছিলেন, এত বছর ধরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ তাঁর কথা ভাবেনি। তবে তিনি বরাবরই মুম্বইতে কাজ করতে চাইতেন কারণ তিনি আদতে হিন্দিভাষী। আঞ্চলিক সিনে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার মাধ্যমে দর্শকদের ১০-১৫ বছর ধরে মনোরঞ্জন করা অভিনেতাদের মধ্যে খুব কমই আছে, যাঁরা ভাল হিন্দি বলতে পারেন। এটা তাঁর ইউএসপি, যা অন্যান্য অনেক আঞ্চলিক অভিনেতাদের নেই। বাংলায় কাজ করাটাই তাঁর জন্য আসল চ্যালেঞ্জ ছিল, কারণ তিনি হিন্দিভাষী।এর আগে মুম্বইয়ে ‘চেঙ্গিজ’-র প্রচার করেছিলেন তিনি। জাতীয়স্তরে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল ছবি। শোনা যাচ্ছে, এক বলিউড ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব গিয়েছে জিতের কাছে। এবার দেখার, তিনি রাজি হন কি-না!

‘সাথী’ থেকে ‘বস’ বাংলা ছবির দুনিয়ায় বাইশ বছর কাটিয়ে ফেলেছেন জিৎ। ‘জোশ’, ‘আওয়ারা’, ‘শুভদৃষ্টি’, ‘দুই পৃথিবী’র মতো বাণিজ্যিক ছবি যেমন রয়েছে তাঁর ঝুলিতে, তেমনই তাঁকে ‘অসুর’, ‘রাবণ’-র মতো ছকভাঙা চরিত্রেও দেখেছে বাংলা। দীর্ঘদিন ধরেই প্রযোজকের ভূমিকাও দেখা যাচ্ছে তাঁকে। রাজনীতির সাতে-পাঁচে থাকেন না! বিতর্ক থেকে দূরেই তাঁর বসতি। নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-র সুবাদেই জিতের বলিউড অভিষেক ঘটল। এবার শোনা যাচ্ছে, বলিউডের বড় প্রজেক্টে তাঁকে দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen