রাজ্যে ৮ মে অবধি ঝড়বৃষ্টি, তারপরই চড়বে তাপমাত্রার পারদ?

বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করছে।

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যে ৮ মে অবধি ঝড়বৃষ্টি, তারপরই চড়বে তাপমাত্রার পারদ? ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর হাওয়া অফিসের দীর্ঘকালীন পূর্বাভাস অনুযায়ী, ৮ মে অবধি গোটা বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তারপর থেকে ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে জেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। তবে এই সময়কালে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ৮ তারিখের পর থেকে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমবে।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সাপ্তাহিক পূর্বাভাসে জানিয়েছে, ১০ মে পর্যন্ত বঙ্গোপসাগর ও আরবসাগরে কোনও নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। প্রসঙ্গত, এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল সময়। গত কয়েকবছর ধরে দেখা গিয়েছে, মে মাসে বাংলা, ওড়িশা, বাংলাদেশ-মায়ানমার উপকূলে কোনও না কোনও শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। সেই কারণে এপ্রিল-মে মাসে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনও নিম্নচাপ সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা থাকলে, আবহাওয়া দপ্তরের বিশেষ নজরদারি চালায়।

উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘর্ণাবর্তও আছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করছে। আজ, শনিবারও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen