মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন রাজধানী! দিল্লিবাসীর জলযন্ত্রণা লাঘবে BJP-র প্রতিশ্রুতিও কি জুমলা?

শুক্রবার ভোরে মাত্র কয়েক ঘণ্টার ঝড়বৃষ্টিতেই সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেল দেশের রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা।

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার ভোরে মাত্র কয়েক ঘণ্টার ঝড়বৃষ্টিতেই সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেল দেশের রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা। প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল দিল্লির ডবল ইঞ্জিন বিজেপি সরকার। দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি ক্রমাগত গালভরা আশ্বাস শুনিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি হলে নাকি আর জলযন্ত্রণা ভোগ করতে হবে না। তা যে কাগজে কলমেই রয়ে গিয়েছে, তার প্রমাণ মিলল শুক্রবার। এদিনের বৃষ্টি আভাস দিয়ে দিল, এবারের বর্ষাতেও দিল্লির মানুষের দুর্ভোগ পিছু ছাড়বে না!

গাছ চাপা পড়ে দিল্লির নজফগড় এলাকায় মা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। ওই মহিলার স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রবল বৃষ্টিতে দিল্লির বিমানবন্দর লাগোয়া এলাকা সহ শহরের অন্যতম ব্যস্ত চত্বর আইটিও, মিন্টো রোড, মোতি বাগের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ জলবন্দি হয়ে পড়ে। দিল্লির লোধি রোডে সিজিও কমপ্লেক্সে সূচনা ভবনের সামনেও জল জমে যায়। একটি অংশে রাস্তা ধসে যাওয়ারও খবর পাওয়া গিয়েছে। সাধারণ মানুষ থেকে অফিসযাত্রী, ভোগান্তি হয়েছে সকলের। স্কুলপড়ুয়াদের পৌঁছে দিতে রীতিমতো হিমশিম খেতে হয় অভিভাবকদের।

দিল্লিতে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি লাগাতার আশ্বাসবাণী শুনিয়ে যাচ্ছিল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এখন বিরোধী নেত্রী আতিশী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের তোপ, ‘চার ইঞ্জিন সরকার চলছে। কেন্দ্রে বিজেপি সরকার, দিল্লিতে বিজেপি সরকার, পুরসভায় বিজেপির বোর্ড এবং উপরাজ্যপাল। দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না।’ আম জনতার ভোগান্তি কমছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen