৫০ বছর পর RG Kar-র প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দের বাড়ির মতিঝিলের সংস্কারের কাজ শুরু হতে চলেছে
আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ কর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ কর। হাওড়ার বাসিন্দা ছিলেন তিনি। মতিঝিল তাঁদেরই পরিবারের। কলাবাগান থেকে মালিকপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা সুবিশাল এই ঝিলে এক সময় নৌকা চলত। হত মাছ চাষ। সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযোগী ছিল তা। ৪৪ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার সব থেকে বড় ভরসা ছিল মতিঝিল। কিন্তু ২০০৫ সাল থেকে ওই ঝিলে মাছ চাষ বন্ধ হয়ে যায়। দ’পাড়ে ক্রমশ গড়ে ওঠে বসতি। বর্জ্য পদার্থ ও আবর্জনা ফেলা শুরু হয় জলে। নিজের মতো করে অনেকেই ঝিল ভরাট করে নির্মাণ করে নিয়েছেন বলে অভিযোগ।
গত ৫০ বছর ধরে এই ঝিলের সংস্কার হয়নি। অবশেষে এই মতিঝিলকে তার আগের চেহারায় ফিরিয়ে দিতে উদ্যোগী হল হাওড়া পুরসভা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ঝিল পরিষ্কারের জন্য নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক মেশিন। পাশাপাশি ওই এলাকাতেই তৈরি হচ্ছে একটি পাম্প হাউস। ফলে আগামী বর্ষায় শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জল জমার সমস্যা থেকে চিরতরে রেহাই পেতে চলেছে বলে দাবি পুরসভার।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘গত বছরই মতিঝিল সাফাই করার পরিকল্পনা করা হয়েছিল। বরাত পাওয়া এজেন্সি ও পুরসভার ইঞ্জিনিয়াররা বিশেষ পদ্ধতি অবলম্বন করে ঝিল সংস্কারের কাজ করছেন। আগামী দেড় মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে। কয়েকটি ওয়ার্ডে জল জমার সমস্যা পুরোপুরি মিটতে চলেছে।’ মতিঝিল সংস্কারের পাশাপাশি ওই এলাকায় একটি পাম্প হাউস তৈরির কাজ চলছে জোরকদমে।