কলকাতায় আয়োজিত হল অ্যাজমা ও অ্যালার্জি বিষয়ক সেমিনার
পিয়ারলেস হাসপাতালের এমডি রবীন্দ্র পাই বলেন, “অ্যাজমা এবং অ্যালার্জির মতো রোগ তাড়াতাড়ি নির্ণয় করা গেলে জীবন বাঁচাতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দিন শ্বাসকষ্টজনিত রোগ-সংক্রমণের পরিমাণ বাড়ছে। আট থেকে আশি সকলেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টজনিত রোগে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের বুকে আয়োজিত হল অ্যাজমা ও অ্যালার্জি বিষয়ক সেমিনার। জনসচেতনতা বিষয়ক এই সেমিনারের আয়োজন করেছিল পিয়ারলেস হাসপাতাল। ‘ডিসকভার দ্য মিথ অ্যান্ড রিয়েলিটিস ইন অ্যাজমা এবং অ্যালার্জি’, শীর্ষক সেমিনারের লক্ষ্য বাবা-মারা যাতে সঠিক জ্ঞান ও ব্যবহারিক সরঞ্জামের মাধ্যমে সন্তানের দীর্ঘস্থায়ী রোগগুলির শুশ্রুষায় আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে।
ইনহেলার নেশার মতো, অ্যাজমা কেবল শৈশবের রোগ, এই ধারণাগুলো যা বিপজ্জনক হতে পারে। শিশু বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ সংযুক্তা দে-র মতে, “এই ধরনের ভুল তথ্য প্রায়শই ব্যক্তিদের সময়মতো যত্ন নেওয়া বা চিকিৎসা থেকে বিরত রাখে, যার ফলে রোগ জটিলতার ঝুঁকি বেড়ে যায়।”
পিয়ারলেস হাসপাতালের এমডি রবীন্দ্র পাই বলেন, “অ্যাজমা এবং অ্যালার্জির মতো রোগ তাড়াতাড়ি নির্ণয় করা গেলে জীবন বাঁচাতে পারে। আমাদের লক্ষ্য হল শিশু এবং তরুণদের দ্রুত রোগ লক্ষণগুলি চিনতে এবং তাদের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ কীভাবে নিতে হয় তা জানতে সাহায্য করা।”
চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও, অ্যাজমা এবং অ্যালার্জি সম্পর্কিত ভ্রান্ত ধারণাগুলি রয়ে গিয়েছে। হাঁপানি সংক্রামণ কেবল ঠান্ডা আবহাওয়ার কারণেই হয়, এমনকি এমন ধারণাও রয়েছে যে অ্যালার্জি সর্বদা ঋতুভিত্তিক হয়, যা ঘরোয়া প্রতিকারের মাধ্যমে নিরাময়যোগ্য। এই ধরনের ভুল ধারণা রোগ নির্ণয় ও চিকিৎসা বিলম্বিত করে। এমন ভ্রান্ত ধারণা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা করতেই সেমিনারের আয়োজন করা হয়েছে।