সম্পূর্ণ বিনামূল্যে ই-অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ নাগরিক পরিষেবা চালু মুর্শিদাবাদ পুরসভার

সোমবারই ই-অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ পরিষেবা চালু করল মুর্শিদাবাদ পুরসভা।

May 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দু’দিনের জেলা সফরে সোমবার বহরমপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ই-অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ পরিষেবা চালু করল মুর্শিদাবাদ পুরসভা। পরিষেবা চালু করার আগে পুরসভা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পুরসভার চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার, স্থানীয় ব্যবসায়ী ও নাগরিকরা শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। সম্পূর্ণ বিনামূল্যে ই-অ্যাম্বুলেন্স সহ একগুচ্ছ নাগরিক পরিষেবা চালু হওয়ায় খুশি আম জনতা।

মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জানান, নাগরিকদের সুবিধার্থে এই পরিষেবাগুলোর উদ্বোধন করা হয়েছে। ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স, স্বর্গরথ এবং বর্জ্য সংগ্রহকারী গাড়ি চালু হয়েছে। গাড়িগুলি দৈর্ঘ্য ও প্রস্থে ছোট হওয়ায় সহজেই গলির ভিতর ঢুকতে পারবে।

জেলার মধ্যে মুর্শিদাবাদ পুরসভাই প্রথম ই-অ্যাম্বুলেন্স চালু করল। শহরের সঙ্কীর্ণ এলাকায় সহজেই এই অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে। ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা মিলবে। এতে মানুষ উপকৃত হবেন। সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে ই-অ্যাম্বুলেন্স, ই-স্বর্গরথ পরিষেবা এবং ছ’টি আধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ির উদ্বোধন হল। সংকীর্ণ পথ পেরিয়ে ই-অ্যাম্বুলেন্স বাড়ির দুয়ারে পৌঁছবে। ফলে, রোগীকে সহজেই হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen