৪৮ বছর পর পালাবদল, দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের ভোটে ফুটল জোড়াফুল

May 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক সমবায় নির্বাচনে জিতছে তৃণমূল কংগ্রেস। এবার দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পরেও এই সমবায় তাদের হাতে আসেনি। দীর্ঘ ৪৮ বছর ধরে এই সমবায় ছিল এসইউসিআইয়ের দখলে। রবিবার জয়নগর থানার দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের নির্বাচন হয়। ৯টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩০টি আসনে ভোট হয়। জয়ী হয় তৃণমূল কংগ্রেস।

দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের সাতটি বুথ এবং হরিনারায়নপুর অঞ্চলের দুটি বুথে নির্বাচন হয়। মোট ভোটার সংখ্যা ছিল পাঁচ হাজার। বাংলার প্রাচীন সমবায় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্ক। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় ১৯ হাজার। ভোটে ৩০টি আসনের মধ্যে ২০টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। চারটি আসনে জিতেছে এসইউসিআই। বাকি ৬টি আসনের ফলাফল অমীমাংসিত রয়েছে।

জয়ের আনন্দে সবুজ আবিরে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। জয়নগর বিধানসভার বিধায়ক বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, ‘‌প্রথমে কংগ্রেস এবং পরে কয়েক দশক ধরে এসইউসিআইয়ের হাতে ছিল দক্ষিণ বারাসত সমবায় ব্যাঙ্ক। তাই এলাকার উন্নয়নে পিছিয়ে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘ ১০ বছর পর এই সমবায় ব্যাঙ্কের নির্বাচন হল। আমরা এতদিন এখানে ঢুকতে পারতাম না। এখন আমরা মানুষের রায়ে এখানে ক্ষমতায় এসেছি। সমবায়ের মাধ্যমে উন্নয়ন হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen