তৈরি হল দীঘা জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি

হলদিয়ার ভবানীপুর থানার সাব-ইন্সপেক্টর দিলীপ চক্রবর্তীকে ওই ফাঁড়ির ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল

May 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে চালু হল দীঘা জগন্নাথ মন্দির পুলিশ আউটপোস্ট(ফাঁড়ি)। ১৯জন পুলিশ অফিসার ও কর্মীকে ফাঁড়িতে পোস্টিং দেওয়া হল। রবিবার নির্দেশিকা জারি করে, পাঁচজন অফিসার ও ১৪জন পুলিস কনস্টেবলকে ওই ফাঁড়িতে পাঠানো হয়েছে। হলদিয়ার ভবানীপুর থানার সাব-ইন্সপেক্টর দিলীপ চক্রবর্তীকে ওই ফাঁড়ির ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে ২০জন পুলিশ অফিসার ও কর্মী থাকছেন।

জানা গিয়েছে, হেড কোয়ার্টারে রিজার্ভে থাকা চারজন অফিসার ও ১৫জন কনস্টেবলকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ভূপতিনগর থানা থেকে একজন এএসআইকে ওই ফাঁড়িতে বদলি করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষা ও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ অফিসার ও কর্মীরা। মন্দির সংলগ্ন জেলা পরিষদের নির্মীয়মাণ গেস্ট হাউস অধিগ্রহণ করেছে হিডকো। ওই ভবনেই জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়ি করা হয়েছে। একই ভবনে ট্রাস্টের অফিস, অস্থায়ী হেল্‌থ ক্যাম্প, দমকল ইত্যাদি থাকছে।

সকাল থেকে রাত পর্যন্ত জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকছে। নজরদারির জন্য প্রয়োজনীয় বাহিনী নিয়ে যাওয়া হয়েছে। সাতটি থানা থেকে ২২৫জন সিভিক ভলান্টিয়ার পাঠানো হয়েছে। জেলার ২৮টি থানা থেকে একজন করে লেডি কনস্টেবল গিয়েছে দীঘায়। পুরুলিয়ায় অবস্থিত রিজার্ভ ব্যাটালিয়ন থেকে ৫০জন নিরাপত্তারক্ষী দীঘায় পাঠানো হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষা, মন্দিরের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবার কোনও ত্রুটি রাখা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen