থুতু ফেলার জরিমানা বাবদ প্রায় আট লক্ষ টাকা আয় শিয়ালদহ ডিভিশনের

এক শ্রেণির যাত্রীর থুতু-পান, গুটখার পিক ফেলার বদভ্যাসের জেরে স্টেশন চত্বর অপরিষ্কার হয়ে পড়ছে।

May 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেন বা স্টেশনে থুতু ফেললেই আর্থিক জরিমানা! জরিমানার রশিদও পাবেন অভিযুক্ত। কড়া সতর্কবার্তা এক রেল আধিকারিকের। জানা গিয়েছে, স্টেশনের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনজুড়ে থুতু ফেলার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এক শ্রেণির যাত্রীর থুতু-পান, গুটখার পিক ফেলার বদভ্যাসের জেরে স্টেশন চত্বর অপরিষ্কার হয়ে পড়ছে। এই অভিযানে শিয়ালদহ ডিভিশন টিকিট পরীক্ষকদের বাড়তি দায়িত্ব দিয়েছে।

থুতু ফেললে অভিযুক্তকে হাতেনাতে ধরে রেলওয়ে রুলস ২০১২ অনুযায়ী, সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনে এপ্রিল মাসে সব মিলিয়ে ছ’হাজার ১৯৩টি থুতু ফেলার ঘটনা চিহ্নিত হয়েছে। জরিমানা বাবদ রেল ৭ লক্ষ ৬১ হাজার টাকা আয় করেছে।

শিয়ালদহ ডিভিশনে প্রতি দিনে প্রায় ১৮ লক্ষ যাত্রী চলাচল করেন। শিয়ালদহ মেইন, সাউথ ও নর্থ মিলিয়ে রয়েছে ২০৪টি স্টেশন। রোজ এক হাজার ৩২টি লোকাল ট্রেন পরিষেবা দেয় রেল। স্টেশনে অবৈধ যাত্রী ধরতে ডিভিশনে ৩৪৫ জন টিকিট পরীক্ষক রয়েছেন। তাঁদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সর্বদা কড়া নজর রাখছেন। কেউ থুতু ফেললেই তাঁকে পাকড়াও করে তৎক্ষণাৎ ফাইন করছেন। শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে, স্টেশন পরিষ্কার রাখার দায়িত্ব যাত্রীদেরও। তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায় রেল। যাত্রীদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। থুতু ফেলা থেকে বিরত থাকার আর্জিও জানানো হয়েছে যাত্রীদের প্রতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen