নিউটাউনে পাঁচটি এবং সেক্টর ফাইভে নয়টি রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

কলকাতার ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৪ জনের।

May 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিধাননগর, নিউটাউন। রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হলো সোমবার। নিউটাউনে পাঁচটি এবং সেক্টর ফাইভে নয়টি রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল প্রশাসন। কলকাতার ঋতুরাজ হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৪ জনের। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে গত দু’দিন ধরে নিউটাউন এবং সল্টলেক সেক্টর ফাইভে অগ্নি-সুরক্ষা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন শুরু করেছিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি (এনকেডিএ) এবং নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ)।

অগ্নি-সুরক্ষা খতিয়ে দেখার জন্য এনকেডিএ কর্তৃপক্ষ ৬টি পরিদর্শন দল গঠন করেছে। দু’দিনেই শহরের ২২৭টি এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছে। একইভাবে এনডিআইটিএ কর্তৃপক্ষও সেক্টর ফাইভের বহুতল এবং রুফটপ রেস্তরাঁয় সরেজমিন পরিদর্শন করছে। আগাম সতর্কতার জন্য এই উদ্যোগ। দু’দিনের পরিদর্শনে কোথায় কী অনিয়ম মিলেছে, কী কী করণীয়, তা নিয়েই সোমবার এনকেডিএ’র কনফারেন্স হলে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে দুই উন্নয়ন সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, রুফটপ রেস্তরাঁয় বৈধ অনুমতিপত্র আছে কি না, অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা আছে কি না, ফায়ার নো অবজেকশন সার্টিফিকেটের মেয়াদ আছে কি না, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে। থাকলেও যা যা বিধি মানা দরকার, তা মানা হচ্ছে কি না, সুরক্ষার যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে কি না— সমস্ত খুঁটিয়ে দেখা হয়েছে। তাতে অনেকগুলি ‘অনিয়ম’ দেখা গিয়েছে। তারপরই নিরাপত্তার খাতিরে সেগুলি বন্ধ করার সিদ্ধান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি