কলেজে ভর্তির সরকারি কেন্দ্রীয় পোর্টাল হচ্ছে আরও পড়ুয়াবান্ধব

চলতি বছরে কোন কলেজে, কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি নেওয়া হয়েছে, সেই হিসেবও চলে আসবে আধিকারিকদের হাতে

May 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলেজে ভর্তির সরকারি কেন্দ্রীয় পোর্টাল হচ্ছে আরও পড়ুয়াবান্ধব। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন কলেজে কোন কোর্সে ভর্তির সম্ভাবনা রয়েছে, তার ইঙ্গিত মিলবে ওই পোর্টাল থেকেই। কাল, বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। তার আগে পোর্টালের আধুনিকীকরণের জন্য জোর তৎপরতা চলছে। বেশ কিছু বিষয় সংযোজন ও সংশোধন করে আরও উপযোগী করে তোলা হচ্ছে পোর্টাল।

উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তাঁদের কাছে গত বছরের রেফারেন্স রয়েছে। তার ভিত্তিতেই এই ইঙ্গিত দেওয়া সম্ভব হবে। ব্যবহার করা হবে ‘র‌্যাঙ্ক ম্যাট্রিক্স’। গত বছর কোন কলেজে কত নম্বর থেকে ভর্তি শুরু এবং শেষ হয়েছিল, সেই হিসেবের ভিত্তিতেই মিলবে এই ইঙ্গিত। অর্থাৎ, এতদিন জয়েন্টের কাউন্সেলিংয়ে যে সুবিধা মিলত, এবার তা ডিগ্রি কলেজের কাউন্সেলিংয়েও রাখা হচ্ছে। দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া সম্ভব হবে। কারণ, চলতি বছরে কোন কলেজে, কোন বিষয়ে কত নম্বর পেলে ভর্তি নেওয়া হয়েছে, সেই হিসেবও চলে আসবে আধিকারিকদের হাতে। ফলে আরও নির্ভুল আভাস দেওয়া সম্ভব হবে।

পোর্টালে প্রচুর অপশন থাকায় অনেক সময় বিভ্রান্ত হয়ে ভুলভাল জায়গায় আবেদন করে ফেলেন ছাত্রছাত্রীরা। অনেকে কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানে বিশেষ কোনও কোর্সে ভর্তির লক্ষ্যে এগোন। কিন্তু দেখা যায়, প্রাপ্ত নম্বর অনুযায়ী হয়তো তাঁর সেখানে ভর্তি হওয়া সম্ভব নয়। একেবারে শেষ মুহূর্তে তা জানতে পেরে সমস্যায় পড়েন তাঁরা। যথেষ্ট নম্বর থাকা সত্ত্বেও কোথাও ভর্তি হতে না পেরে শেষ মুহূর্তে কলেজভিত্তিক অফলাইন কাউন্সেলিংয়ে গিয়ে শিকে ছিঁড়েছে—এমন ঘটনাও বিরল নয়। এই ব্যবস্থায় এই সমস্যাগুলি কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen