#BREAKING জল্পনার অবসান! টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা
জল্পনার অবসান! টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানান রোহিত। ইংল্যান্ড সফরের ঠিক আগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই সফরে ভারতীয় টেস্ট দল নতুন অধিনায়ক পাবে।
কোনও সাংবাদিক বৈঠক করেননি রোহিত। ইনস্টাগ্রামে চার লাইনের একটি বিবৃতি দিয়েছেন শুধু। সেখানে রোহিত লিখেছেন, “সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। এত বছর ধরে এত ভালবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। এক দিনের ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”
লাল বলের ক্রিকেটে তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল। ওয়াকিবহাল মহলের ধারণা, এমন ইঙ্গিত মিলতেই বড় সিদ্ধান্ত নিলেন হিট ম্যান। ইংল্যান্ড সফরের আগে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে ভারতকে। সেই দৌড়ে জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ ও শুভমন গিল রয়েছেন।