আরও চাপ বাড়াল ভারত! পাকিস্তানের যাবতীয় সিনেমা, গান, ওয়েব সিরিজ ভারতীয় OTT প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্র

পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ ভারতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বিবৃতি জারি করা হয়।

May 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান নিয়ে আরও কঠোর কেন্দ্র। পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ ভারতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে এই প্রসঙ্গে বিবৃতি জারি করা হয়।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে, এমনই জানিয়েছে মন্ত্রক। সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, সাবস্ক্রিপশন ভিত্তিক হোক বা ফ্রি—পাকিস্তানে তৈরি বা ওই দেশের সঙ্গে জড়িত যে কোনও ডিজিটাল কন্টেন্ট ভারতে আর দেখানো যাবে না।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে প্রভাবিত করে, দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক বা হিংসা ছড়ায় এমন বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। ভারতের সংহতি, অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা বা সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকর কোনও তথ্য যাতে সম্প্রচারিত, প্রকাশিত না-হয়, প্রচারকারী মাধ্যমগুলিকে তা মাথায় রাখতে হবে।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘ভারতে সংঘটিত অনেক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পাকিস্তানের যোগ আছে বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হল, তাতে অনেক ভারতীয় এবং এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। তাই জাতীয় সুরক্ষার কথা বিবেচনা করে সকল ওটিটি প্ল্যাটফর্ম, চ্যানেল এবং প্রচারকারী মাধ্যমকে পাকিস্তানে তৈরি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট অবিলম্বে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen