জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তিন সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সীমান্তে দুই দেশের বাহিনীই গোলাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে আকাশপথে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে ভারত এবং পাকিস্তান

May 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘অপারেশন সিঁদুর’-এর পরই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। সীমান্তে দুই দেশের বাহিনীই গোলাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে আকাশপথে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করছে ভারত এবং পাকিস্তান। এই আবহে ভারতের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়। শুধু তা-ই নয়, বিমানবন্দরের নিরাপত্তাও আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধও করে দেওয়া হয়েছে। এই সব পরিস্থিতি খতিয়ে দেখতেই নিজের বাসভবনে শুক্রবার জরুরি বৈঠক বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্য দিকে, এদিন সকালেই দিল্লিতে ভারতীয় সেনার তিন বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বিএসএফ এবং সিআইএসএফের প্রধানেরা ছাড়াও শাহের বৈঠকে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারাও শাহের সঙ্গে আলোচনা করতে তাঁর বাসভবনে যান। সূত্রের খবর, ভারত-পাক সীমান্তে উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য শাহ বৈঠক করছেন। এ ছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen