ভারত পাক যুদ্ধকে সমর্থন বেলুড় মঠের

এই ‘অপারেশন সিঁদুর’-কে অশুভের বিরুদ্ধে শুভর লড়াই হিসেবে দেখছে বেলুড় মঠ।

May 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পেহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই ‘অপারেশন সিঁদুর’-কে অশুভের বিরুদ্ধে শুভর লড়াই হিসেবে দেখছে বেলুড় মঠ।

যুদ্ধের বিষয়ে ভারতের প্রত্যাঘাতকে পূর্ণ সমর্থন জানিয়েছে বেলুড় মঠ। এবিষয়ে বার্তা দিয়ে বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন “এই যুদ্ধ সরকারের যুদ্ধ নয়। এটি সাধারণ মানুষের যুদ্ধ। ভারতকে কেউ যদি বিন্দুমাত্র আঘাত করে, তাহলে ভারতবর্ষ বসে থাকবে না। প্রত্যাঘাত করবে। তাতে আধ্যাত্মিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে কোনও অপরাধ নেই।”

শুক্রবার বেলুড় মঠ জেঠি ঘাটে কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-র একটি অনুষ্ঠানে স্বামীজি বলেন, “সাধারণ মানুষ যেন আমাদের দেশ ও সরকারের পাশে দাঁড়ায়। এই যুদ্ধ সরকারের যুদ্ধ নয়। এই যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। এবং ভারত মাতৃকাকে যদি কেউ কোনও ধরনের আঘাত করার চেষ্টা করে, ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব।আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাঁরা ভারত সরকার পরিচালনা করছেন, তাঁদের শক্তি দিন। তাঁদের বুদ্ধি দিন, যাতে এই যুদ্ধ আমরা জিততে পারি। এটা অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ। অশুভের উপর শুভর যুদ্ধ। বর্বরতার উপর সভ্যতার যুদ্ধ।”

বৃহস্পতিবার য়হেকে পরপর দুদিন রাত ৮টার পর পুনরায় ভারতে হামলা করছে পাক ড্রোন। ভারতের সীমান্ত এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen