মোহনবাগনে নির্বাচন: ইস্তাহারে কোন কোন প্রতিশ্রুতি সৃঞ্জয় বসুর?

মোহনবাগানে নির্বাচন আসন্ন, যদিও দিন নির্ধারিত হয়নি। জোরকদমে প্রস্তুতি চলছে। প্রচারে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু ফের নির্বাচনী ময়দানে। জয়ী হলেন কী কী করবেন, তার ইস্তাহার প্রকাশ করেছেন সৃঞ্জয়। আনুষ্ঠানিকভাবে ইস্তাহার প্রকাশ করা হয়েছে শনিবার। সমর্থকদের জন্য ১৪ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সৃঞ্জয়ের দাবি, এই প্রথম মোহনবাগানের নির্বাচনে কোনও প্রার্থী ইস্তাহার প্রকাশ করল।

May 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোহনবাগানে নির্বাচন আসন্ন, যদিও দিন নির্ধারিত হয়নি। জোরকদমে প্রস্তুতি চলছে। প্রচারে নেমে পড়েছে শাসক ও বিরোধী শিবির। ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু ফের নির্বাচনী ময়দানে। জয়ী হলেন কী কী করবেন, তার ইস্তাহার প্রকাশ করেছেন সৃঞ্জয়। আনুষ্ঠানিকভাবে ইস্তাহার প্রকাশ করা হয়েছে শনিবার। সমর্থকদের জন্য ১৪ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সৃঞ্জয়ের দাবি, এই প্রথম মোহনবাগানের নির্বাচনে কোনও প্রার্থী ইস্তাহার প্রকাশ করল।

সৃঞ্জয় নতুন মোহনবাগান গড়ে তোলার ডাক দিয়েছেন। মোহনবাগান ক্লাব প্রাঙ্গণ সেনা-নিয়ন্ত্রিত ক্ষেত্রে অবস্থিত হওয়ায় বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় ক্লাবকে। নতুন পথের সন্ধান করবে নয়া কমিটি। নতুন ক্যাম্পাসের ভাবনা রয়েছে সৃঞ্জয় বসুর। শুধু কলকাতা বা বাংলাতেই নয়, ভিন রাজ্যে তো অবশ্যই, বিদেশেও মোহনবাগানের প্রচুর সমর্থক রয়েছে। বর্তমান সীমাবদ্ধতার কারণে অনেকেই সদস্যপদ থেকে বঞ্চিত, তাঁদের সামিল করানোর ক্ষেত্রে নতুন ক্লাব লয়ালটি প্রোগ্রাম চালু করার পরিকল্পনা নেবে নতুন কমিটি। উদ্যোগ সফল করতে একাধিক কৃতীদের নিয়ে একটি উপদেষ্টামণ্ডলী তৈরি করা হবে।

সৃঞ্জয় জানিয়েছেন, সদস্য গ্যালারি, কাফেটেরিয়ার উন্নতি করা হবে। কোনও সদস্য মারা গেলে তাঁর পরিবারকে সেই সদস্যপদ হস্তান্তর করা হবে। সদস্যদের টিকিট পাওয়ার ক্ষেত্রে আধুনিকীকরণ করা হবে। টিকিট পেতে কাউকে যাতে সমস্যা পোহাতে না হয় সে দিকে খেয়াল রাখা হবে। সমাজমাধ্যমে আরও সক্রিয়তা, টেনিস কার্নিভালের পুনরুজ্জীবন, ক্লাবের লয়্যালটি প্রোগ্রাম, প্রাক্তনীদের অংশগ্রহণ এবং ক্লাবে মহিলা প্রতিনিধিদের আরও বেশি করে নিয়ে আসার চেষ্টা করা হবে।

ক্লাবের প্রবীণ সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রবীণ সমর্থকদের আজীবন সদস্যপদে ফি মকুবের ভাবনা রয়েছে। যাঁরা অন্তত ৫০ বছর ক্লাবের সদস্যপদ রেখেছেন, নতুন নিয়ম চালু করে তাঁদের সদস্যপদের জন্য বার্ষিক চাঁদা মকুবের ভাবনা রয়েছে ইস্তাহারে। ক্লাবের প্রাক্তনীদের অমূল্য অভিজ্ঞতা একান্ত জরুরি। সে কারণে ক্লাবের দৈনন্দিন কাজে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি। এই লক্ষ্যে এক্সিকিউটিভ কমিটিতে আসন সংরক্ষণের ভাবনা রয়েছে। দুটি আসন ক্লাবের প্রাক্তনীদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নেবে নতুন কমিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen