ED, CBI-এর ভয়েই কি সরকারের বিরুদ্ধে চুপ বলি তারকারা!
বলিউডের বড় বড় তারকারা কেন ভারত সরকারের বিরুদ্ধে নীরব? কিসের এত নিরাপত্তাহীনতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাভেদ আখতার বরাবরই খুব স্পষ্টবাদী তিনি, দরকার মতন প্রশাসনের কাজের সমালোচনা করতেও দ্বিধা বোধ করেন না। আর সেই কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন তিনি। সম্প্রতি তার আরও একটি বক্তব্য জল্পনা উস্কে দিয়েছে। কপিল সিবালের শো’তে এই প্রসঙ্গে কি বললেন অভিনেতা?
বলিউডের বড় বড় তারকারা কেন ভারত সরকারের বিরুদ্ধে নীরব? কিসের এত নিরাপত্তাহীনতা? অভিনেতাকে এই প্রশ্ন করা হলে, প্রথমে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি কি সত্যিই এটা জানতে চান? আপনি জানেন না কেন এমনটা হয়’?
অভিনেতার উত্তর:
“এটা কিছুই না, ওরা তো খুব বিখ্যাত, কিন্তু ওদের অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন কিছুই না। একজন মধ্যবিত্ত শিল্পপতি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের পকেটস্থ করতে পারেন। বড়লোকেদের মধ্যে কে কথা বলে? যাদের টাকা আছে যেমন বড় বড় শিল্পপতিরা তাঁদের কেউ কি আছেন যিনি কথা বলছেন? কেউ নয়।”
“আমেরিকায় মেরিল স্ট্রিপের মতো তারকারা ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, কিন্তু সেজন্য তাদের বাড়িতে আয়কর হানা হয়নি। ভারতে কিন্তু পরিস্থিতিটা একেবারে আলাদা। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, তবে পারসেপশন এটাই। এই ভয়ের অনুভূতি— বাস্তব হোক বা কল্পিত— কিন্তু বলিউডের অনেকেই ভাবেন, কিছু বললেই ইডি আসবে, সিবিআই তদন্ত করবে, ইনকাম ট্যাক্স রেইড হবে.. ফাইল খুলে তদন্ত চলবে।”
জাভেদ আরও বলেন, “ওঁরা চলচ্চিত্র জগতে কাজ করছেন ঠিকই। কিন্তু ওঁরা তো এই সমাজেরই অংশ! অন্যদের মতোই রোজ ওঁরা কাজ করছেন। শুধু এই পেশায় চাকচিক্য ও ধুমধামটা বেশি।”