কান চলচ্চিত্র উত্সবের ক্লাসিকস বিভাগে দেখানো হবে সত্যজিত্ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’
কান চলচ্চিত্র (২০২৫) উৎসবের ক্লাসিকস বিভাগে এবার দেখানো হচ্ছে বরেণ্য পরিচালক সত্যজিত্ রায় পরিচালিত ছবি ‘অরণ্যের দিনরাত্রি’।

কান চলচ্চিত্র (২০২৫) উৎসবের ক্লাসিকস বিভাগে এবার দেখানো হচ্ছে বরেণ্য পরিচালক সত্যজিত্ রায় পরিচালিত ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। ১৩মে থেকে শুরু হচ্ছে এবারের চলচ্চিত্র উত্সব। ১৯৬৮ সালে প্রকাশিত হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায় ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, সিমি গারেওয়ালের মতো তারকারা অভিনয় করেছিলেন ছবিতে।
কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর, থাকছেন ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত’ও। সিমি গারেওয়াল শারীরিক অসুস্থতার কারণে কান-এ উপস্থিত থাকতে পারছেন না। উল্লেখ্য, গত বছর কান-এ দেখানো হয়েছিল প্রতিদ্বন্দ্বী।
‘অরণ্যের দিনরাত্রি’ নতুনভাবে সংস্কার করা হয়েছে। এবার সেই ছবির নয়া সংস্করণের প্রিমিয়ার হবে কানে। কাজের দায়িত্বে ছিলেন দুই পরিচালক মার্টিন স্করসিজি, অ্যান্ডারসন।
কলকাতাবাসীও ‘অরণ্যের দিনরাত্রি’র নতুন সংস্করণ দেখতে পাবেন। ‘অরণ্যের দিনরাত্রি’ হয়তো খুব শীঘ্রই প্রিয়ায় দেখানো হতে পারে