প্রতিদিন দোকানে টাঙাতে হবে দামের তালিকা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্দেশ NKDA-র

কোনও জিনিসের খুচরো মূল্য কত, প্রতিদিন দোকানের সামনে সেই দামের তালিকা টাঙাতে হবে বলেও জানানো হয়েছে।

May 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে নিউটাউনের সমস্ত বাজার পরিদর্শন করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ), পুলিশ ও জেলা প্রশাসন। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। ন্যায্যমূল্যে জিনিসপত্র বিক্রি করতে বলা হয়েছে তাদের। কোনও জিনিসের খুচরো মূল্য কত, প্রতিদিন দোকানের সামনে সেই দামের তালিকা টাঙাতে হবে বলেও জানানো হয়েছে।

প্রতিটি বাজারে দোকানদাররা কত পরিমাণ পণ্য মজুত করেছেন, কী দাম নিচ্ছেন, তা নথিভুক্ত করেছে টাস্ক ফোর্স। কেউ যাতে মালপত্র গোপনে মজুত না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনওরকম অভিযোগের প্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাবধান করেছেন আধিকারিকরা। এনকেডিএ’র উদ্যোগে খুশি নিউটাউনের বাসিন্দারা।

শহরের বাজারগুলিতে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে, তাই রাজ্য সরকারের নির্দেশে যৌথভাবে পরিদর্শন চালানো হয়েছে। পরিদর্শন চালান এনকেডিএ’র এস্টেট ম্যানেজমেন্ট সেকশন, মহকুমা শাসকের দপ্তর, রেগুলেটেড মার্কেট কমিটি (আরএমসি), লিগ্যাল মেট্রোলজি দপ্তর এবং নিউটাউন থানার পুলিশ। ডিজিপি ওল্ড হকার মার্কেট, ১বি/বিবি কমিউনিটি মার্কেট, সিবি কমিউনিটি মার্কেট, ডিসিপি নিউ হকার মার্কেট সহ নিউটাউনের সমস্ত বাজারগুলিতে স্পেশাল অভিযান হয়েছে।

দোকানদারদের বলা হয়েছে, প্রতিদিন সবজি, মাছ, মাংস, ফলের কী দাম রয়েছে, তার সম্পূর্ণ তালিকা দোকানের বাইরে টাঙাতে হবে। কোনও কিছু গোপন করা চলবে না। এনকেডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে জিনিসপত্র পান, তার জন্য এই অভিযান চালানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen