ক্রাইম থ্রিলার নিয়ে ইউটিউবে আত্মপ্রকাশ পশ্চিমবঙ্গ পুলিশের

ইউটিউবে ভিডিও করে ক্রাইম থ্রিলার পড়ে শোনানো বরাবরই বেশ জনপ্রিয়।

May 14, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউটিউবে ভিডিও করে ক্রাইম থ্রিলার পড়ে শোনানো বরাবরই বেশ জনপ্রিয়। বেসরকারি রেডিও চ্যানেল হোক, বা মীর আফসার আলী-সায়ক আমানদের চ্যানেল – দর্শককুল উদগ্রীব হয়ে থাকেন থ্রিলার শোনার জন্য। কিন্তু সেই ঘটনা যদি হয় শত শতাংশ সত্যি? সত্যি ঘটনা নিয়েই এবার অডিও-স্টোরির আসরে নামছে পশ্চিমবঙ্গ পুলিশ।

নিজেদের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, “মানুষ বড় সস্তা, কাটো আর ছড়িয়ে দাও।’ ক্রাইম সিরিজের ক্যাচলাইন। এরপর লেখা হয়েছে ৬৫ বছর আগের এক দুরন্ত ঘটনা। কলকাতার এক পার্কে ছড়িয়ে রাখা হয়েছিল এক মহিলার দেহ। যুগান্তর কাগজে মোড়া ছিল সেই দেহের টুকরো।

কে সেই মহিলা? কে তাঁকে খুন করেছিল? কেন? প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশ। ভারতের সব থেকে হাড় হিম করা হত্যাকাণ্ড রহস্যগুলির মধ্যে একটি আবার আলোচনায় উঠে এসেছে। দেখুন ক্রাইম ক্রনিকলসের ৩য় পর্ব: “মানুষ সস্তা…” শুধুমাত্র ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইউটিউব চ্যানেলে।”

ভিডিয়োটির শুরু ১৯৫৪ সালের ৩০শে জানুয়ারির সকালে, দক্ষিণ কলকাতার কালীঘাট রিফিউজি মার্কেট থেকে। সকাল ৫টা ৩০ মিনিটে, সাফাইকর্মী বিশু এক রহস্যজনক দৃশ্যের সাক্ষী হন। একটি কাগজে মোড়া মানুষের আঙুল তাঁর চোখে পড়ে। এরপর তিনি দেখতে পান দু’টি কাটা হাতের টুকরো।

দুপুর ১২টা নাগাদ কালীঘাট পার্কের দারোয়ান আরও কিছু দেহাংশ আবিষ্কার করেন। চারটি মোড়কের একটিতে পাওয়া যায় একটি ভ্রুণ। জানা যায়, মৃতা ছিলেন সন্তানসম্ভবা। কিন্তু ২০ দিন কেটে গেলেও ওই মহিলার পরিচয় মেলেনি।

এমন সময় তদন্তকারী এক অফিসার কাশির ওষুধ কিনতে যান রসা রোডের একটি ওষুধের দোকানে। ওষুধ না পেলেও দোকানদারের আচরণে সন্দেহ তৈরি হয়। জানতে পারেন, দোকানের মালিক মাসখানেক দোকানে আসেননি।

এরপর পুলিশ অনুসন্ধান শুরু করে। জানা যায়, মালিক থাকেন টার্ফ রোডে। সেখানে গিয়ে জানা যায়, তাঁর গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে বলে তিনি বেরিয়ে যান।

তদন্তে উঠে আসে, মালিক বীরেন দত্ত বর্তমানে হরিশ মুখার্জি রোডের একটি বাড়িতে রয়েছেন। একদিন সেখান থেকে বের হতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বীরেন দত্তকে লালবাজারে নিয়ে যেতেই তিনি ভেঙে পড়েন। স্বীকার করেন সব কিছু।

কিন্তু প্রশ্ন একটাই – কেন স্ত্রীকে খুন করেছিলেন তিনি? কী এমন কারণ ছিল, যা একজন মানুষকে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করল? এই ভয়াবহ হত্যাকাণ্ড আজও কাঁপিয়ে তোলে কলকাতার ইতিহাসকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen