চাকরিহারা শিক্ষাকর্মীদের এপ্রিল থেকেই বিশেষ স্কিমে ভাতা দেবে সরকার, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অক্ষরে অক্ষরে মেনে আজ বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের আগেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অক্ষরে অক্ষরে মেনে আজ বুধবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তা থেকেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।
আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা দেবে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। মন্ত্রিসভার সিলমোহরের পরেই এপ্রিলের অর্থ তাঁরা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।