প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা।
May 15, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। বুধবার তেহট্টে নিজের বাড়িতে ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বিধায়ক। তাঁর ব্রেন ডেথ হয়েছিল বলেও খবর। বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালে তেহট্ট থেকে নির্বাচিত হন তাপস।
জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক মাস আগে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন তাপস।