নবদ্বীপ ও মালদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
মালদাতে এবার বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃণমূল।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। শুধু বার্লা নন দলের নিচুতলায়ও বিভন্ন জেলাতে ঘটেছে দলবদলের ঘটনা।
নবদ্বীপ ব্লকের চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পিংকি মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চর স্বরুপগঞ্জ তৃণমূল কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা।
অপরদিকে মালদাতে এবার বিজেপিতে ভাঙ্গন ধরাল তৃণমূল। প্রায় ২ শতাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যলয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা।