সিপিএমের যুব সংগঠনের কোন্দল একেবারে প্রকাশ্যে
পুরুলিয়াতে সিপিএমের যুব সংগঠনের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এল! বৃহস্পতিবার পুরুলিয়া শহরে সিপিএমের কৃষক ভবনে জেলা ডিওয়াইএফআই কনভেনশনে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার সামনেই প্রবল বাকবিতণ্ডা চলল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরুলিয়াতে সিপিএমের যুব সংগঠনের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এল! বৃহস্পতিবার পুরুলিয়া শহরে সিপিএমের কৃষক ভবনে জেলা ডিওয়াইএফআই কনভেনশনে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার সামনেই প্রবল বাকবিতণ্ডা চলল।
জানা যাচ্ছে, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়। জেলা কমিটির ৪৮ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য তুমুল বিরোধিতা করেন। যদিও সর্বশেষ দলের সিদ্ধান্তেই সিলমোহর পড়ে। ডিওয়াইএফআই-এর পুরুলিয়া জেলা কমিটির সভাপতি হন এসএফআই থেকে সদ্য অব্যাহতি পাওয়া সুব্রত মাহাতো। তিনি এসএফআইয়ের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক ছিলেন। পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক হন চিরঞ্জিত মুখোপাধ্যায়। সিপিএম যুব সংগঠন সূত্রে জানা গিয়েছে, একেবারে তরুণ সুব্রত মাহাতোকে ডিওয়াইএফআই-এর জেলা সভাপতি পদে বসানো নিয়েই যত আপত্তি এবং ঝামেলার সূত্রপাত।