রায়গঞ্জে যুগযুগ ধরে চলছে বৈশাখী চড়ক, কী হয় সেখানে?

উপস্থিত সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে জানা গেল, যাকে মৃতদেহ বানানো হয়েছে তার মৃতদেহ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় সন্ন্যাসীরা এদিন ঘুরেছেন।

May 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ছিল বৈশাখী চড়ক। রায়গঞ্জের বন্দর শ্মশান সংলগ্ন কুলিক নদীর তীরে সেই চড়ক অনুষ্ঠিত হয়। চড়ক আসবে আবার এক বছর পর। কিন্তু এই এক বছরের মধ্যে যদি কোনও গাজন বা চড়ক সন্ন্যাসী দেহ রাখেন তাহলে আগামী সাত বছর তাঁদের চড়ক থেকে বিরত থাকতে হবে। সেজন্যই এই বিশেষ আচার বলে জানা গেছে।

কি হয় এই আচারে? উপস্থিত সন্ন্যাসীদের সঙ্গে কথা বলে জানা গেল, যাকে মৃতদেহ বানানো হয়েছে তার মৃতদেহ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় সন্ন্যাসীরা এদিন ঘুরেছেন। তারপর কুলিক নদীর কাছে মৃতদেহকে সমর্পণ করা হয়। কুলিককে ‘গঙ্গা’ মনে করে সেই মৃতদেহ ফিরিয়ে দেওয়ার আর্জি জানানোর পর তথাকথিত মৃতদেহটি নদী থেকে ডাঙায় উঠে আসে। এরপর সেই মৃতদেহকে কাদামাটি মাখিয়ে কাদা খেলার পর মৎসমুখীর মধ্যে দিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সবথেকে বড় বিষয় হল এদিনের এই ‘জলচড়কে’ হিন্দুদের পাশাপাশি অহিন্দুরাও শামিল হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen