তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে তৃণমূলের দাপট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দলের ১৪ জন প্রার্থী

May 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ১৮ মে তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন চলছে। ইতিমধ্যেই ভোটের লড়াই থেকে রণে ভঙ্গ দিয়েছে বিজেপি। তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নাইট ব্যাঙ্ক হিসেবে পরিচিত। ভোটে মোট ৫৮টি আসনের মধ্যে বিজেপি মাত্র ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। ৩০টি আসনে প্রার্থী খুঁজে পায়নি তাঁরা। ভোটের আগেই কার্যত বোর্ড দখল করে নিয়েছে তৃণমূল। শাসক দলের ১৪জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ও ৫ মে নির্বাচনের জন্য মনোনয়ন তোলা ও জমা নেওয়া হয়। মোট আসন সংখ্যা ৫৮টি। তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ, শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া, কাউন্সিলার বিমল ভৌমিক ও সুব্রত রায়, চন্দন প্রধান সহ অনেকেই।

তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডর( নাইট ব্যাংক) নির্বাচনে মোট আসন সংখ্যা ৫৮। তৃণমূল কংগ্রেস ৫৫ টি আসনে জয়লাভ করেছে।
নির্দল ১ টি আসন, বিজেপি ২ টি আসনে জয়ী হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen