Benaras-এ কেমন খেল দেখালেন একেনবাবু?

May 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,২০:০০:: রাজস্থানের পর এবার সোজা উত্তরপ্রদেশের কাশি। বেনারসে পৌঁছে গেলেন একেন্দ্র সেন। সঙ্গী সেই বাপি আর প্রমথ। কিন্তু বেনারসে কেমন কেস সলভ করলেন একেনবাবু?

‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। গরমের ছুটিতে একেন, বাপি, প্রমথ গিয়েছেন বেনারস। অভিনয়ে অনির্বাণ, সোমক, সুহত্র।

চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্তের কলমের খোঁচায় ঝরে পড়েছে একের পর এক মজার সংলাপ, যাতে হাঁসির রোল উঠেছে হলের মধ্যে। কিন্তু উগ্রপন্থা, বোমা, পুলিশের এই ত্রিপক্ষীয় সংমিশ্রণে যেন একটু বেশিই বড় হয়েছে ছবিটি, যার প্রয়োজন ছিলনা। নিপাট ছোটদের ছবির মত করে শুরু হলেও, বড়দের হতে সময় নেয়নি নতুন একেনবাবু।

এই ছবিতে অভিনয়ের জন্য অবশ্যই আলাদা করে হাততালি পাওয়া উচিৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের। বাকি অভিনেতারাও সাবলীল। তাই, গরম এবং মাঝে মাঝে বৃষ্টির মধ্যে দেখে আসতেই পারেন নতুন একেনবাবু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen