ফের সুদের হার কমাল SBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র সদ্য ঘোষণা করা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আবারও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এ বছরের মে মাসের ১৬ তারিখ থেকে নতুন হারে কার্যকর হচ্ছে সুদ। এই নিয়ে টানা দ্বিতীয় মাসে এসবিআই ফিক্সড ডিপোজিটের সুদের হার কমাল ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র সদ্য ঘোষণা করা আর্থিক নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। বর্তমানে আরবিআই-এর রেপো রেট দাঁড়িয়েছে ৬ শতাংশে।
স্টেট ব্যাঙ্কের সকল মেয়াদে ২০ বিপিএস হ্রাসের পর এসবিআই সাধারণ নাগরিকদের জন্য ৩ কোটি টাকার কমে বার্ষিক ৩.৩০% থেকে ৬.৭০% (বিশেষ এফডি ছাড়া) এফডি সুদের হার অফার করছে। এর আগে এসবিআই ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য বার্ষিক ৩.৫০% থেকে ৬.৯% (বিশেষ এফডি আমানতের সুদের হার ছাড়া) সুদের হার অফার করেছিল।
এসবিআই-এর পুরনো নীতি অনুসারে, প্রবীণ নাগরিক এবং অতিপ্রবীণ নাগরিকরা (৮০ বছরের বেশি বয়সিরা) অতিরিক্ত সুদের সুবিধা আগের মতোই পাবেন। এই ক্যাটেগরিগুলোর জন্য কোনও পরিবর্তন করা হয়নি।
এসবিআই তাদের বিশেষ এফডি স্কিম অমৃত বৃষ্টিতে সুদের হার ২০ বিপিএস কমিয়েছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, “অমৃত বৃষ্টি স্কিমের একটি নির্দিষ্ট মেয়াদ ৪৪৪ দিন, যা সাধারণ জনগণের জন্য ৭.০৫% থেকে সংশোধিত হয়ে ৬.৮৫% করা হয়েছে।”