বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ, GST নিয়ে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

শান্তির বার্তা দিয়ে নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ দাগেন মমতা। সভায় বলেন যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়।

May 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২০:০০: ‘আমি দাঙ্গা চাই না, শান্তি চাই’, উত্তরবঙ্গের ডাবগ্রাম থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপির নাম না করে তোপ দেগে বলেন, “দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না।” শান্তির বার্তা দিয়ে নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ দাগেন মমতা। সভায় মুখ্যমন্ত্রী বলেন, “যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়। তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।”

পাশাপাশি এদিন জিএসটি নিয়েই বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পপতিদের কাছ থেকে মিউটেশন ফি নেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি চললেও ট্যাক্স নেওয়া হয় ,এগুলো আর নেওয়া যাবে না। আমরা বরদাস্ত করব না।” এরপরই মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “যেকোনও একটা ট্যাক্স রাখতে হবে, দুটো ট্যাক্স একসঙ্গে হতে পারে না। আর কত টাকা চাই?”

জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বলেছেন, “কেন্দ্রের কাছ থেকে আমরা ১লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পায়। সেই টাকা তো দেয় না, উল্টে জিএসটির নাম করে সব নিয়ে যায়, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। আবার শিল্পপতিদের কাছ থেকে কর বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন