T20 ফরম্যাটে প্রত্যাবর্তনের সাথেসাথে দেশের অধিনায়কত্বও পেতে পারেন কে এল রাহুল!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: T20 ফরম্যাটে পুরুষদের ক্রিকেটে সূর্যকুমার যাদব ব্লু ব্রিগেডদের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC) শ্রীলঙ্কার সঙ্গে ভারত যৌথভাবে আয়োজন করতে চলেছে। শোনা যাচ্ছে, এই টুর্নামেন্টের জন্য তরুণ ক্রিকেটারদের সঙ্গে অভিজ্ঞ তারকাদের মিশ্রণে শক্তিশালী দল গড়তে চাইছে BCCI।সূত্রের খবর, বর্তমানে দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলকে দ্রুত ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরিয়ে আনতে চলেছেন নির্বাচকরা।
কেএল রাহুল দেশের হয়ে ODI এবং টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা পেলেও তিনি দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন। শেষবার এই তারকা ব্যাটসম্যান ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন। কিন্তু তিনি আইপিএল 2025-এ ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে নিজেকে প্রমাণ করে চলেছেন। গত বছর এই টুর্নামেন্টে ১৪ ম্যাচে তিনি ৫২০ রান সংগ্রহ করেছিলেন। এই বছর নতুন দল দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন রাহুল (KL Rahul)। তিনি চলতি আইপিএলে ১১ ম্যাচে এখনও পর্যন্ত ৪৯৩ রান তুলে নিয়ে নির্বাচকদের বার্তা দিয়েছেন। তাঁর ব্যাট থেকে একটি শতরানও এসেছে। এর সঙ্গেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় হিসেবে দ্রুততম ৮০০০ রান করার রেকর্ড গড়েছেন তিনি। এই কৃতিত্ব অর্জন করতে যেখানে কোহলি ২৪৩ ইনিংস নিয়েছিলেন সেখানে রাহুল নিয়েছেন মাত্র ২২৪ ইনিংস। উল্লেখ্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে রাহুল ৭২ ম্যাচে ২২৬৫ রান সংগ্রহ করেছেন।
IPL-এর পর ভারতীয় পুরুষ দল জুন মাসের শেষের দিক থেকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তারপর আগস্ট মাসে বাংলাদেশ সফরে ৩ ম্যাচের ওডিআই সিরিজ এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় পুরুষ দল। শোনা যাচ্ছে, টাইগারদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ২০ ওভারের ক্রিকেটে কেএল রাহুল প্রত্যাবর্তন করতে পারেন। উল্লেখ্য এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব পর্যন্ত দিতে পারেন এই তিনি। কারণ সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দল টি-টোয়েন্টিতে সফলতা পেলেও এই তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে সাম্প্রতিক সময় হতাশ করেছেন। ফলে সূর্যকুমারের ওপর থেকে চাপ কমাতে চাইছেন নির্বাচকরা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মতো দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন রাহুল (KL Rahul)। ফলে সূত্র অনুযায়ী তার মতো অভিজ্ঞ তারকাকে অধিনায়ক হিসেবে সামনে রেখে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য দল গোছাতে চাইছে বিসিসিআই (BCCI)।