এশিয়া কাপে না খেলার গুজব ওড়াল ভারতীয় বোর্ড

ভারত শুধু এশিয়া কাপ থেকেই নয় মহিলাদের ‘ইমার্জিং এশিয়া কাপ’ থেকেও নিজের নাম সরিয়ে নিতে চায় বলে বেশ কয়েকটি খবর বেরিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত ভুয়ো বলে দাবি করলেন বোর্ড সচিব।

May 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিনিধিত্বমূলক ছবি (সৌজন্যে: PTI)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫২: ভারত – পাক যুদ্ধ পরিস্থিতিতে প্রায় অনিশ্চিত এশিয়া কাপের ভবিষ্যৎ। সম্প্রতি বিসিসিআইয়ের একটি সূত্র মারফত প্রায় সিলমোহর পড়েছে সেই বিষয়ে। এশিয়া কাপের সবথেকে সফল দল তথা গতবারের চ্যাম্পিয়ন ভারত শুধু এশিয়া কাপ থেকেই নয় মহিলাদের ‘ইমার্জিং এশিয়া কাপ’ থেকেও নিজের নাম সরিয়ে নিতে চায় বলে বেশ কয়েকটি খবর বেরিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত ভুয়ো বলে দাবি করলেন বোর্ড সচিব।

বোর্ড সচিব জানিয়েছেন, ভারত নাকি এশিয়া কাপ বয়কট করেছে, এই খবর রটেছে। এমনকী বলা হচ্ছে, মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও নাকি ভারত খেলবে না। এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। আসন্ন এসিসি ইভেন্টগুলি নিয়ে বিসিসিআই এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।”

তাঁর কথায়, ভারতীয় বোর্ড এশিয়া কাপে না খেলার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল, যা ঠিক নয়। বিসিসিআই এই ধরনের কোনও চিঠি দেয়নি। এই মুহূর্তে আমরা আইপিএল এবং আগামী মাসে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি। ভারতীয় পুরুষ দল তো বটেই, মহিলা দলও ইংল্যান্ডে সফরে যাবে জুন মাসে। বোর্ড যথাসময়ে এসিসি ইভেন্টগুলি নিয়ে ঘোষণা করবে।”

উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত যদি এই প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেয় তার সাথে আর্থিক সংকটেও পড়বে এসিসি, কারণ অধিকাংশ স্পন্সর ভারতের থাকার কারণে ভারত না খেললে তারাও খেলবে না। ভারত-পাকিস্তান ম্যাচ না থাকলে এশিয়া কাপ থেকে মুখ ফেরাবে ব্রডকাস্টাররাও। তবে সবশেষে এই খবর গুজব একথা বোর্ড জানিয়ে দেওয়ায় স্বস্তিতে সব মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen