Breaking ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল

May 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: আসন্ন ইংল‍্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক শুভমন গিল।

লিডসে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত আগামী ২০ জুন। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। আর পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।

ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের ১৮ জনের স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট কিপার এবং সহ – অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব।

সোর্স : https://www.business-standard.com/cricket/news/bcci-appoints-shubman-gill-as-india-s-new-test-captain-for-england-series-125052101375_1.html

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen