ক্যারম বোর্ডের উদ্বোধন BJP বিধায়ক অগ্নিমিত্রার, হাসির ফোয়ারা সমাজ মাধ্যমে
সদ্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ক্যারম বোর্ড উদ্বোধন করেছেন। ইতিমধ্যেই সমাজ মাধ্যম ভাইরাল হয়েছে তাঁর ক্যারম বোর্ডের ফিতে কাটার ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: সাম্প্রতিক অতীতে বিজেপির নেতা, জনপ্রতিনিধিদের বার বার ড্রেন, টয়লেট, গোয়াল ঘরের উদ্বোধন করতে দেখা গিয়েছে। সদ্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ক্যারম বোর্ড উদ্বোধন করেছেন। এতে সমাজ মাধ্যমে হাসির রোল। ইতিমধ্যেই সমাজ মাধ্যম ভাইরাল হয়েছে তাঁর ক্যারম বোর্ডের ফিতে কাটার ছবি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে, গেরুয়া উত্তরীয় গলায় চাপিয়ে ক্যারম
বোর্ডের উদ্বোধন করছেন বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক। সেই ছবি শেয়ার করে সমাজ মাধ্যমে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য লেখেন, “ক্যারম বোর্ডের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ২০২৬-এ ভোটে জিতলে চাইনিজ চেকার, রুমাল চোরের রুমাল এমনকি লুডোরও উদ্বোধন করবেন আশা করি।” বিধায়ককে অভিনন্দনও জানিয়েছেন তৃণমূল নেতা।
নেটিজেনদের একজন লিখেছেন, “আর কিছু পেল না? সব ছেড়ে ক্যারাম বোর্ড? বিজেপি দলটা শুধুমাত্র হাসির খোরাক হয়ে গেল।” আর একজন লেখেন, “বছরে দু কোটি চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু এখন পাড়ায় পাড়ায় ক্যারাম বোর্ড উদ্বোধন করে যুব সমাজ কে ভুলিয়ে রাখতে চায়।”
কেউ কেউ লিখছেন, “আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার নির্বাচনী এলাকায় একটি ক্যারাম বোর্ড উদ্বোধন করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো – ক্যারাম বোর্ড উদ্বোধন করলেন বিধায়ক। অভিনন্দন আপনাকে। চালিয়ে যান।” “বহুদিন আগে অর্জুন সিংকে দেখেছিলাম ড্রেনের উদ্বোধন করতে। এখন ক্যারাম বোর্ড। এর পরে কি লুডো?”
প্রসঙ্গত, অগ্নিমিত্রা পালের জনসংযোগ কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণে। যার নাম ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’। এই জনসংযোগ কর্মসূচির মাঝেই একটি ক্লাবে ঢুকে ক্যারম বোর্ডের উদ্বোধন করেন তিনি। যা নিয়ে কার্যত হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়।