যাত্রী স্বাচ্ছন্দ্যে কী কী উদ্যোগ কলকাতা মেট্রোর?

এর ফলে যাত্রীরা নিজেদের মূল্যবান সামগ্রী ডিজিটাল লকারে নিশ্চিন্তে রাখতে পারবেন। রিলাক্সেশন চেয়ারে বসে পারবেন যাত্রীরা।

May 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একের পর এক উদ্যোগ নিচ্ছে কলকাতা মেট্রো। স্টেশনে বসে এবার থেকে মাসাজ, বডি রিলাক্সেশন করানো যাবে। প্রয়োজনীয় জিনিস লকারে রেখে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শুক্রবার কলকাতা মেট্রোর দুই স্টেশনে এই আধুনিক পরিষেবা চালু হয়েছে।

হাওড়া (গ্রিন লাইন) ও এসপ্ল্যানেড (ব্লু লাইন) মেট্রো স্টেশনে চালু হয়েছে ডিজিটাল লকার, রিলাক্সেশন চেয়ার-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা। আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি। হাওড়া স্টেশনে উদ্বোধন হয় দুপুর ১২টা ৪০ মিনিটে এবং এসপ্ল্যানেড স্টেশনে উদ্বোধন হয় দুপুর ১টা ১৫ মিনিটে।

এর ফলে যাত্রীরা নিজেদের মূল্যবান সামগ্রী ডিজিটাল লকারে নিশ্চিন্তে রাখতে পারবেন। যাত্রার ক্লান্তি দূর করতে রিলাক্সেশন চেয়ারে বসে পারবেন যাত্রীরা। তাও সামান্য খরচে। কলকাতা মেট্রোর অন্যান্য স্টেশনেও এমন সুযোগ-সুবিধা শুরু করার পরিকল্পনা রয়েছে আগামীতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen