বিশ্ব মিশছে দীঘায়, জগন্নাথ মন্দিরে বিদেশি পর্যটকদের ঢল

রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত ২০জনের প্রতিনিধি দল শনিবার জগন্নাথ মন্দির দর্শন করেন।

May 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৭: রাশিয়া ও ইউক্রেনকে মিলিয়ে দিল বাংলা। শনিবার জগন্নাথ মন্দির দর্শনে এসেছিলেন দুই দেশের ভক্তরা। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া সহ বিভিন্ন দেশ থেকে আগত ২০জনের প্রতিনিধি দল শনিবার জগন্নাথ মন্দির দর্শন করেন। গোটা মন্দির চত্বর ঘুরে দেখেন তাঁরা।

উদ্বোধন হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে মন্দিরে। শনিবারও উপচে পড়েছিল ভিড়। বাংলা ও বাংলায় বাইরে বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থী ও পর্যটকেরা আসছেন। আগেও দীঘার জগন্নাথ মন্দির দর্শনে বিদেশি ভক্তরা এসেছেন। শনিবার একসঙ্গে অনেকে মন্দির দর্শনে এলেন। ইউক্রেনের ভাদিম ক্রিস্তভ, লিথুয়ানিয়ার মিস ভায়োলেটা জিগো মন্দির দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে এমন মন্দির নির্মাণের জন্য ধন্যবাদ জানান।

জগন্নাথ মন্দির পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ইসকনের(কলকাতা) সহ-সভাপতি রাধারমণ দাস দলের সঙ্গে ছিলেন। তাঁর মতে, দীঘার জগন্নাথ মন্দির বিশ্বব্যাপী ভক্তদের পবিত্র গন্তব্য হয়ে উঠেছে। তীর্থযাত্রী ও পর্যটক আসছেন। দীঘার অর্থনীতিও চাঙ্গা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen