অ্যাপলের পর এবার স্যামসাংকেও নিষেধের হুঁশিয়ারি, ভারতকে ভাতে মারার ফাঁদ মোদীর বন্ধু ট্রাম্পের?

ট্রাম্প জানান, স্যামসাং ও যারা আমেরিকায় মোবাইল তৈরি করবে না, তাদের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানো হবে।

May 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৮: শুল্কের শিখন্ডী খাড়া করে আগেই অ্যাপলকে রক্ত চক্ষু দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের নিশানায় স্যামসাং এবং অন্যান্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা। অ্যাপলকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত বা অন্য কোথাও আইফোন বানানো হলে আমেরিকায় সেই মোবাইলের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প স্যামসাং ও অন্যান্য মোবাইল সংস্থাগুলিকে নিশানা করেন। ট্রাম্প জানান, শুল্ক সংক্রান্ত নীতি শুধুমাত্র অ্যাপলের জন্য নয়, স্যামসাং ও যারা আমেরিকায় মোবাইল তৈরি করবে না, তাদের পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানো হবে।

ট্রাম্প বলেছেন, অনেকদিন আগেই তিনি অ্যাপলের টিম কুককে জানিয়ে দিয়েছিলেন, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোথাও সেগুলি তৈরি করলে চলবে না। যদি সেটা হয়, তাহলে অ্যাপলকে আমেরিকায় কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। আইফোনের নির্মাতারা আগেই জানিয়েছিলেন, জুন ত্রৈমাসিকে আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, সেগুলি ভারতে তৈরি করা হবে। গত সপ্তাহে অ্যাপলকে ট্রাম্প বলেছিলেন, আমেরিকার বাজারে যে আইনফোন বিক্রি করা হবে, সেগুলি তৈরির জন্য ভারতে কারখানা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে, সেটা যেন বন্ধ করে দেওয়া হয়।

অ্যাপলের মতো সংস্থার উপরে ট্রাম্প শুল্ক চাপাতে পারবেন কি-না, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আপাতত অ্যাপলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আমেরিকার সঙ্গে চীনের শুল্কযুদ্ধ ও জোগান সংক্রান্ত বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার জেরেই ভারতকে আইফোন তৈরির বিকল্প জায়গা হিসেবে গড়ে তুলতে চাইছিল অ্যাপল। তবে তাতেও ট্রাম্পের আপত্তি। সাম্প্রতিক সময়ে বার বার ট্রাম্পের ‘ভারত বিরোধী’ অবস্থান সামনে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen