বাংলার জন্য ঐতিহাসিক মুহূর্ত, লন্ডনের নিউহ্যামের প্রথম নাগরিক হলেন কলকাতার ছেলে

পড়াশোনা কলকাতার সেন্ট জেমস স্কুল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রোহিত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য স্নাতক হন।

May 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: বাংলা তথা কলকাতার ছেলে লেবার পার্টির রাজনীতিবিদ রোহিত কে দাশগুপ্ত নিউহ্যাম বরোর চেয়ার ও ‘প্রথম নাগরিক’ হিসেবে নির্বাচিত হয়েছেন। এই প্রথম কলকাতার কেউ ব্রিটেনের আঞ্চলিক প্রশাসনিক পদের শীর্ষে বসলেন। নিউহ্যাম বরোর চেয়ারের পদে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত বাঙালি নির্বাচিত হলেন। রোহিতের জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। পড়াশোনা কলকাতার সেন্ট জেমস স্কুল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রোহিত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য স্নাতক হন।

স্নাতকোত্তর পড়তে লন্ডনে গিয়েছিলেন তিনি। এখন লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্সে অধ্যাপনা করেন। তিনি এলজিবিটিকিউ+ অধিকার কর্মী। ২০১৮ ও ২০২২-এ লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে লন্ডন বরো অব নিউহ্যামের ক্যানিং টাউন সাউথ ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছিলেন রোহিত। পাশাপাশি নিউহ্যাম বরোর ডেপুটি চেয়ার পদে ফের নির্বাচিত হয়েছেন কলকাতার আর এক ছেলে ইমাম হক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন