← দেশ বিভাগে ফিরে যান
কৃষি বিলে স্বাক্ষর করবেন না, রাষ্ট্রপতিকে চিঠি দিল বিরোধীরা
গতকাল প্রায় একরকম জোর করেই রাজ্যসভায় পাশ করা হয়েছে নতুন কৃষিবিল। লোকসভায় অনায়াসে বিল পাশ করতে পারলেও রাজ্যসভায় বিরোধীদের একত্রিত বিরোধীতায় বেশ বেগ পেতে হয় বিজেপিকে।
বিরোধীরা যখন বিলে সমর্থন জানাতে একেবারেই বেঁকে বসলেন তখন হাজার প্রতিবাদ সত্ত্বেও ধ্বনি ভোটের মাধ্যমে ফ্যাসিবাদী চালে প্রায় গায়ের জোরে পাশ করানো হয় বিল। তা নিয়ে সারাদিন ধুন্দুমার থাকে রাজ্যসভা।
রাজ্যসভায় বিল পাশ হয়ে গেলে শুধু বাকি থাকে রাষ্ট্রপতির অনুমোদন। রাষ্ট্রপতি সই করা মাত্রই কার্যকর হয়ে যাবে বিল।
সেই পথ আটকাতেই রাষ্ট্রপতিকে চিঠি দিলেন বিরোধীরা। দেশের অর্থনীতির ভিত্তি কৃষকদের স্বার্থে বিল আটকানোর শেষ মরিয়া চেষ্টা করলেন বিরোধীরা। রাষ্ট্রপতিকে চিঠিতে আবেদন করা হল যাতে তিনি এই কৃষকবিরোধী বিলে সাক্ষর না করেন।