বিহারে ভোটের আগেই ভাঙল জোট

May 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিহার নির্বাচনকে মাথায় রেখে এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা এবং অন্যান্যরা। এই গুরুগম্ভীর বৈঠক থেকে হঠাৎ করে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যেখানে এনডিএ-র ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে বৈঠকের আয়োজন সেখান থেকে পাল্টি নীতীশের প্রস্থান চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির কপালে।

প্রসঙ্গত, এর আগে নীতি আয়োগের বৈঠকেও উপস্থিত ছিলেন না নীতীশ কুমার। তবে শোনা যাচ্ছে, নীতীশ কুমার নাকি অসুস্থবোধ করছিলেন। বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় দিল্লির অশোকা হোটেলে তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসেন বিজেপি নেতা বিনোদ তাওড়ে। প্রধানমন্ত্রীর ভাষণের সময় নাকি আবার বৈঠকে যোগ দেবেন নীতীশ কুমার।

এবার বিহার নির্বাচনে আরজেডি সহ বিরোধী দলগুলি জাতি ভিত্তিক জনসুমারিকে অন্যতম ইস্যু তৈরি করছে। ফলে মুখ পুড়েছে বিজেপির। মুখপোড়া পাত্রের সাথে ঘরকন্না করবেন এমন পাত্রী নীতীশ কোনোকালেই ছিলেন না। এই কারণেই কি ঘন ঘন অসুস্থ হচ্ছেন তিনি? এনডিএ জোট কি ভাঙছে? ফের পাল্টি মারছেন নীতীশ?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen