← রাজ্য বিভাগে ফিরে যান
কৃষি বিলের প্রতিবাদে রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস
গতকাল নতুন কৃষিবিল পাশ নিয়ে একপ্রকার ধুন্দুমার হয়েছিল রাজ্যসভা। বিরোধীদের আপত্তি সত্ত্বেও যখন একপ্রকার গায়ের জোরেই পাশ করা হয় কৃষি বিল।
এরপর থেকেই প্রতিবাদে সোচ্চার হন বিরোধী দলের সাংসদরা। বিরোধীরা কালকের দিনটিকে গণতন্ত্রের কালো দিন হিসেবে অভিহিত করেছেন। ৮ জন সাংসদকে বহিষ্কার করার পর থেকেই সংসদে ধর্ণায় বসেছেন বিরোধীরা।
এই প্রতিবাদের রেশ টেনেই এবার পথে নামবে তৃণমূল কংগ্রেস। আগামীকাল মেয়ো রোডে তৃণমূলের মহিলা সংগঠন ধর্ণায় বসবে বলে জানা গেছে। বুধবার তৃণমূলের ছাত্র সংগঠন এই অসংসদীয় ঘটনার প্রতিবাদে সভার ডাক দিয়েছে।
ইতিমধ্যেই টুইট করে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘এই ঘটনা খুবই অনভিপ্রেত। তবে আমরা মাথা নত করব না। কেন্দ্রের স্বৈরাচারিতার বিরুদ্ধে সংসদে এবং প্রয়োজনে পথে নেমে লড়ব।’